আরবি ভাষা ও সাহিত্যের সাথে সম্পর্ক রাখে এমন যে কাউকে যদি জিজ্ঞাসা করা হয় বিংশ শতাব্দীর কয়েকজন আরবি সাহিত্যিকের নাম বলুন তাহলে দেখা যাবে সেই তালিকায় আলী তানতবীর নাম অবশ্যই থাকবে। আর সেই ব্যক্তি যদি ইসলামপ্রিয় হন তাহলে তো প্রথম বা দ্বিতীয় তে ওনার নাম বলবেন।
আলী তানতাবী সাহিত্যিক হওয়ার পাশাপাশি একজন বিচক্ষণ দরদী ও সাহসী দ্বীনের দায়ী ও ফকীহ ছিলেন। বেশ কয়েক বছর সুনাম ও দক্ষতার সাথে ইসলামী কাজার দায়িত্বও পালন করেছেন।সাহিত্য ও ফিকহ ছাড়া অন্যান্য ধর্মীয় ও জাগতিক বিষয়েও তার ধারণা ছিল ব্যাপক। তিনি প্রতিদিন নিয়মিত একশ থেকে তিনশ পৃষ্ঠা অধ্যায়ন করতেন।
তাঁর সময়ের নামী দামী প্রায় সকল পত্রিকার গুরুত্বপূর্ণ স্থানে তার লেখা থাকত। কয়েকটি পত্রিকার সম্পাদনার দায়িত্বও আদায় করেছেন। এছাড়াও টেলিভিশনের বেশ কয়েকটি জনপ্রিয় দ্বীনী অনুষ্ঠানও তিনি উপহার দিয়েছেন।
এত ব্যস্ততা সত্ত্বেও তিনি রেখে গেছেন ত্রিশের অধিক গ্রন্থ।
হাতেগোনা কয়েকটি প্রবন্ধ ছাড়া সাহিত্য নিয়ে তিনি কিছু লিখেন নি। তবে যা লিখেছেন তার সবই ছিল সাহিত্যের মোড়কে উপস্থাপিত। সাহিত্য নিয়ে স্বতন্ত্র লেখা তেমন একটা না থাকলেও অন্যন্য লেখার মাঝে মাঝে ছড়িয়ে দিয়েছেন উনার সাহিত্য ভাবনার মণিমুক্তা গুলো।
আলী তানতাবী কে নিয়ে অনেকেই লিখেছেন। কেউ তার ফিকহ নিয়ে লিখেছেন। কেউ লিখেছেন তার চিন্তা ও সংস্কার নিয়ে। কেউ লিখেছেন প্রতিপালন ও মুহাব্বত নিয়ে তার দর্শন সম্পর্কে। তবে তার সাহিত্য নিয়ে খুব কমই লেখা হয়েছে। অথচ উনার প্রথম পরিচয় হলো উনি একজন সাহিত্যিক।
উনার কিছু বই পড়ার পরই মনে হয়েছে স্বতন্ত্রভাবে সাহিত্য নিয়ে না লিখলেও যখনই সুযোগ পেয়েছেন তখনই নিজের সাহিত্য ভাবনাগুলো বলে দিয়েছেন। আরবি সাহিত্যের টুকটাক যা পড়া হয়েছে তাতে মনে হয়েছে তার সাহিত্য ভাবনা ও মূল্যায়নগুলো দীর্ঘ অভিগ্যতালদ্ধ গভীর ও ভারসম্যপূর্ন এবং সাহিত্যের ছাত্রদের জন্য অত্যন্ত উপকারী। যতক্ষণ না এগুলো এক মলাটে সুবিন্নস্তভাবে আসবে ততক্ষন এগুলোর কদর হবে না এবং তানতাবী সাহিত্যের পূর্ণ পরিচয় ফুটে উঠবে না।
নিজের অযোগ্যতা সত্ত্বেও তার প্রতি ভক্তি ও ভালোবাসার প্রেরণায় এবং আরবি সাহিত্যে প্রেমীদের কল্যাণের চিন্তায় এই কাজটি করার দুঃসাহসিকতা করলাম। তার রচিত বা তার প্রবন্ধ সমগ্র এমন ত্রিশের অধিক কিতাব অধ্যায়ন করে সাহিত্য সংক্রান্ত তার যত কথা পেয়েছি তা একত্র করলাম এবং ছয়টি অধ্যায়ে বিন্নস্ত করে الأدب العربي عند علي الطنطاوي শিরোনামে এই সংকলনটি তৈরী করলাম।
প্রথম অধ্যায়ঃ সাহিত্য ও সাহিত্যিক
এই অধ্যায়ে সাহিত্যের পরিচয়, প্রকার, সমালোচনা, গুরুত্ব, ইতিহাস, সাহিত্যের নামে বিভিন্ন অসাহিত্য, সাহিত্যিক কে? একজন ব্যক্তি কিভাবে সাহিত্যিক হয়? এই জাতীয় আরো গুরুত্বপূর্ণ অনেক বিষয় নিয়ে তার ছড়িয়ে ছিটিয়ে থাকা আলোচনা গুলো শিরোনাম দিয়ে একত্র করা হয়েছে
দ্বিতীয় অধ্যায়ঃ কবি ও কবিতা
এই অধ্যায় সাজানো হয়েছে কবিতার পরিচয়, গুরুত্ব, অবদান, পছন্দনীয় ও অপছন্দনীয় কবিতার মাঝে পার্থক্য, জাহেলী ইসলামী উমাইয়া আব্বাসী ও তার পরবর্তী যুগের বিভিন্ন কবি ও বিংশ শতাব্দীর অনেক কবিকে নিয়ে তার গুরুত্বপূর্ণ মূল্যায়ন গুলো দিয়ে
তৃতীয় অধ্যায়ঃ গদ্য ও গদ্যকার
এই অধ্যায়টি সৃজিত হয়েছে গদ্য ও তার বিভিন্ন ধরন, সফল ও ব্যর্থ গদ্যের পরিচয়, অতীত ও বর্তমানের অনেক গদ্যকারের ব্যাপারে তার যথাযথ মূল্যায়ন দিয়ে।
চতুর্থ অধ্যায়ঃ আরবি সাহিত্যের উৎস গ্রন্থ
এই অধ্যায়টি তে মূলত অতীত ও বর্তমানের যে সকল কিতাব কে সাহিত্যের উৎস মনে করা হয় তার অনেকগুলোর ব্যাপারে তার দৃষ্টিভঙ্গি উল্লেখ করা হয়েছে এবং উনার দৃষ্টিতে সাহিত্যের উৎস গ্রন্থ হতে পারে এমন কিতাবগুলো কে উল্লেখ করা হয়েছে।
পঞ্চম অধ্যায়: নাহু সরফ বালাগাত নিয়ে তার ভাবনা, এই বিষয়গুলোর বিভিন্ন কিতাব ও আলেমদের ব্যাপারে উনার মন্তব্য, আরবি ভাষা ও তার বৈশিষ্ট্য, আরবী ভাষাবিদ ও অভিধান এবং গুরুত্বপূর্ণ অনেক লুগাবী তাহকীক নিয়ে তার যত আলোচনা আছে তা এই অধ্যায়ে একত্র করা হয়েছে।
ষষ্ট অধ্যায়ঃ শিক্ষক ও শিক্ষার্থীর প্রতি ওনার কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ ও উপদেশ বিভিন্ন শিরোনামে উল্লেখ করা হয়েছে।
বিভিন্ন জায়গায় কিছু টিকা যুক্ত করা হয়েছে। সেগুলো সাধারনত উনার আলোচনায় আসা বিভিন্ন লোকের জীবনী উল্লেখ ও তার ইলমী অবদানের পরিচয় দেওয়ার জন্য এবং ব্যক্তি ও কিতাব নিয়ে উনার মূল্যায়ন গুলোর যথার্থতা যাচাই এর জন্য লেখা হয়েছে। কোথাও কিছুটা দীর্ঘ হলেও তা উপকার থেকে খালী নয়।
এখানে তার যেই কিতাবগুলো থেকে চয়ন করেছি তার একটা তালিকা দিচ্ছি:
1- أبو بكر الصديق.
2- أخبار عمر.
3- أعلام التاريخ:
أ- عبد الرحمن بن عوف.
ب- عبد الله بن المبارك
ج- القاضي شريك.
د- الإمام النووي.
ه – أحمد بن عرفان الشهيد.
4- البواكير.
5- بغداد؛ ذكريات ومشاهدات.
6- تعريف عام بدين الإسلام.
7- الجامع الأموي.
8- حكايات من التاريخ.
9- دمشق؛ صور… من جمالها وعبر… من نضالها.
10- ذكريات (ثمانية مجلدات).
11- رجال من التاريخ.
12- صور من الشرق في إندونسيا.
13- صور وخواطر.
14- فتاوى علي الطنطاوي.
15- فصول إسلامية.
16- فصول في الثقافة والأدب.
17- فصول في الدعوة والإصلاح.
18- فصول اجتماعية.
19- فكر ومباحث.
20- في سبيل الإصلاح.
21- قصص من التاريخ.
22- قصص من الحياة.
23- مقدمات الطنطاوي.
24- مقالات في كلمات(المجلدان).
25- مع الناس.
26- من حديث النفس.
27- من نفحات الحرم.
28- نور وهداية.
29- هتاف المجد.
30- تعليقاته على صيد الخاطر.
Reviews
There are no reviews yet.