ফেসবুক; ক্ষতি নয়, কল্যাণ বয়ে আনুক৷ বইটি যখন আপনার হাতে এসে পৌঁছেছে, ততদিনে মধ্যপ্রাচ্য, ইউরোপ ও আফ্রিকার লাখো পাঠক বইটির সুখপাঠ সমাপ্ত করেছেন। বিভিন্ন ভাষায় অনূদিত হয়ে প্রশংসা কুড়িয়েছে পাঠক মহলের।
বর্তমান সমাজে ফেইসবুক আত্মিকব্যাধির রূপ নিয়েছে। বহু মনোরোগের উৎস হয়ে দাড়িয়েছে৷ পৃথিবীর অনেক দেশে এ রোগ নিরাময়ের বেশ কিছু পদক্ষেপ চোখে পড়লেও বাংলাদেশে তেমন জোড়ালো পদক্ষেপ চোখে পড়ছে না৷ অথচ বর্তমানে এ রোগ মহামারীর আকার ধারণ করেছে। যুবশক্তিকে নিঃশেষ করে দিচ্ছে। প্রতিনিয়ত দুর্বল করে দিচ্ছে আমাদের চেতনার ভিতকে। হুমকির মুখে পড়ছে প্রাইভেসি ৷ ক্ষতিগ্রস্থ হচ্ছে আমাদের গড়ে তোলা সমাজ ও ইসলামি সভ্যতা সংস্কৃতি। এসব হচ্ছে ফেইসবুকের অনিয়ন্ত্রিত লাগামহীন ব্যবহারের ফলে। ইসলামের সঠিক দিক নির্দেশনা আমাদের সামনে না থাকার দরুন। অথচ সময়কে কাজে লাগালে জনশক্তির বিচারে এতদিনে আমরা থাকতাম বিশ্বের অন্যতম উন্নত ও শীর্ষস্থানীয় জাতি। সঠিক উপায়ে অন্যায়ের প্রতিবাদে আমরা পেতাম শিরোপার সম্মান ৷ ফেইসবুকের নীলসাদা জগত থেকে আমাদের তরুণ সমাজ ইহলৌকিক ও পারলৌকিক রসদ সহজে নাগালে পেতে সক্ষম হত।
একটু দেরিতে হলেও গুণীজনরা একটু একটু ব্যাপারটা উপলব্ধি করতে পারছেন৷ পথ খুঁজছেন উত্তরণের। আমরা আশাবাদী, “ফেইসবুক; ক্ষতি নয়, কল্যাণ কয়ে আনুক” বইটি পতিত সমাজ উত্তরণের সঠিক পথনির্দেশ করবে। আর সভ্য ও সুন্দর সমাজ গড়তে সামান্য হলেও অবদান রাখবে৷ আর ফেসবুক হবে সত্যিকারের একটি স্বস্থিদায়ক সামাজিক প্লাটফরম ৷ তাই প্রতিটি ফেসবুক ব্যবহারকারির জন্যই তা উপকারি মনে করি৷
Reviews
There are no reviews yet.