জীবন ও কর্ম সিরিজ
ইমাম—ওহীর অালোয় অালোকিত ও নববী দীক্ষায় সমৃদ্ধ একটি পরিভাষা, একটি পরিচয়; যে পরিভাষা ও পরিচয় কিছু আলোময় মানুষের ইলম-অন্বেষায় বিনিন্দ্রসব রাত কাটানোর সাক্ষী হয়ে অাছে, হয়ে অাছে তাঁদের জ্ঞান-সাধনায় নিরন্তন প্রচেষ্টার নূরানী চিহ্ন।
অামাদের ইমাম এবং সাহাবীদের জীবন ও তাঁদের সেইসব প্রভাময় শ্রম-সাধনার গল্প নিয়ে বাংলাভাষা ও সাহিত্যে কাজ হয়েছে সামান্যই মাত্র। অথচ, এই মানুষগুলোই একদা অামাদের হাতে-ধরে দেখিয়েছিলেন ‘বাইনাল ইফরকি ওয়াত তাফরিকি’-র মধ্যমপন্থা ও নির্ভুল পথ। অামরা যদি তাঁদের দেখিয়ে-যাওয়া সেইসব পথ সম্পর্কে জানতে পারি এবং ওই পথেই অটল থাকতে পারি, তবে অাজও তাঁদের জ্ঞান-সাধনা, তাদের বিপুল রত্ন-ভান্ডার থেকে অামরা উপকৃত হবো। জ্ঞানের জন্য তাদের চেষ্টা-সাধনা, শ্রম-মেহনত, তাদের অধ্যবসায়, তাদের তাকওয়া ও ঈমান আর তাওয়াক্কুলের পরিচয় জানার মাধ্যমে আমরা সমৃদ্ধ করতে পারবো আমাদের জ্ঞান ও প্রজ্ঞার পরিধি, উন্নত ও শানিত করতে পারবো আমাদের পূর্ণাঙ্গ ইসলামি জীবন।
সময় ও সভ্যতাকে নতুন-করে সাজাতে হলে, পৃথিবীকে এক নতুন অালোর সন্ধান দিতে হলে, অামাদের অাজ ও অাগামীকে সুন্দর ও সমৃদ্ধ করতে চাইলে আমাদের মহান ইমাম এবং সাহাবীগণের জীবন সম্পর্কে জানা অপরিহার্য। নিজেদের জন্য এবং অাগত প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করতে এই মনীষীগণের ‘জীবনী’ রেখে যাওয়া আমাদের জন্য অাবশ্যক কর্তব্য।
এই চিন্তা এবং সময়ের তাকাযাকে সামনে রেখেই এই ‘জীবনকর্ম সিরিজ’। আমরা আমাদের সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করেছি, মহান ইমাম এবং সাহাবীগণের জীবনীগুলো চমকপ্রদ ও নান্দনিক আঙ্গিকে আপনাদের হাতে তুলে দিতে।
Reviews
There are no reviews yet.