তাদাব্বুরের জন্য প্রথমত কোরআনুল কারিমের অর্থ ও উদ্দেশ্য জানা জরুরি। অন্যথায় তাদাব্বুর সম্ভব নয়। কিন্তু যারা আহলে ইলম নন, তারা এক্ষেত্রে বেশ সমস্যায় ভুগে থাকেন। তাদাব্বুরের জন্য স্বাভাবিকভাবেই তারা কোরআনের কোনো অনুবাদগ্রন্থ হাতে তুলে নেন। কিন্তু এক্ষেত্রে তাদের বিচিত্র সব অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়। আয়াতের শাব্দিক অর্থ বুঝলেও এক আয়াতের সাথে অপর আয়াতের সম্পর্ক নিরূপণে সক্ষম হন না তারা। বুঝতে পারেন না যে, আল্লাহ তায়ালা কেন, কোন উদ্দেশ্যে পূর্বের আলোচনা ছেড়ে নতুন আলোচনার অবতারণা করেছেন। সুরাটির প্রতিপাদ্যই-বা কী? ফলে তাদাব্বুরুল কোরআন তাদের জন্য দুরূহ হয়ে ওঠে। এমনকি অনেকেই তখন একধরনের বিতৃষ্ণা নিয়ে অনুবাদগ্রন্থটি শেলফেই তুলে রাখেন।
এর সমাধানকল্পে আবশ্যক ছিল এমন একটি গ্রন্থের, যাতে সাবলীল ভাষায়, সহজ উপস্থাপনায় প্রতিটি সুরার মর্ম ও উদ্দেশ্য ফুটিয়ে তোলা হবে। আয়াতের পূর্বাপর সম্পর্ক নির্ধারণ করা হবে। সুরায় উল্লিখিত একাধিক আলোচনার মাঝে যোগসুত্র তৈরি করা হবে। আল্লাহ তায়ালা কোথায় কী বলেছেন এবং কীভাবে বলেছেন, তা উল্লেখ করা হবে।
আলহামদুলিল্লাহ, শহিদ মাওলানা মুহাম্মদ আসলাম শেখোপুরী রহ. এ গ্রন্থে সে মহান কাজটিই আঞ্জাম দিয়েছেন। আমাদের এবং গোটা মুসলিমবিশ্বের পক্ষ থেকে আল্লাহ তায়ালা তাকে জাযায়ে খায়ের দান করুন।
পাঠকদের প্রতি নিবেদন থাকবে, আমরা যে সুরাটি তেলাওয়াত করতে চাই, তাদাব্বুরের সাথে যাতে তা তেলাওয়াত করতে পারি ; এজন্য প্রথমেই এ গ্রন্থ থেকে সে সুরা সংক্রান্ত পুরো আলোচনা পড়ে নেব, এরপর আলোচ্য সুরাটি (মূলপাঠ/অনুবাদ) পাঠ করবো। তা হলে ইনশাআল্লাহ আমরা ধীরে ধীরে কোরআনের স্বাদ পেতে শুরু করব, কোরআন তেলাওয়াত তখন আমাদের হৃদয়-আত্মার প্রশান্তির উপাদান হয়ে উঠবে। এক অনাবিল স্বর্গীয় অনুভূতি অর্জন করতে পারবো তখন আমরা। আল্লাহ তায়ালা আমাদের সেই সৌভাগ্য নসিব করুন। আমিন।
Reviews
There are no reviews yet.