প্রথম প্রশ্ন : কবরসংশ্লিষ্টরা অনেক সময় আমাদের বলেন, তোমরা আমাদের ব্যাপারে বাড়াবাড়ি করছ। কারণ আমরা মৃতদের ইবাদত করি না। এই আল্লাহর অলীগণ আল্লাহর কাছে অনেক মর্যাদা রাখেন। তারা আমাদের জন্য আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবেন, সে জন্যই আমরা তাদের সান্নিধ্য কামনা ও হাসিল করি। এটাতো শিরক নয়।
উত্তরে আমরা বলব, মক্কার কাফিররা তাদের মূর্তিপূজার ক্ষেত্রেও এই কথাই দবলত। তারাও আল্লাহর একাত্মবাদে বিশ্বাসী ছিল। তারাও বিশ্বাস করত সৃষ্টিকর্তা, রিযিকদাতা, সবময় ক্ষমতা কেবলই আল্লাহর। তাঁর কোনো শরিক নেই। কুরআনে তাদের এ বিশ্বাস সম্পর্কে ইরশাদ হয়েছে-
قُلْ مَنْ يَرْزُقُكُمْ مِنَ السَّمَاءِ وَالْأَرْضِ أَمَّنْ يَمْلِكُ السَّمْعَ وَالْأَبْصَارَ وَمَنْ يُخْرِجُ الْحَيَّ مِنَ الْمَيِّتِ وَيُخْرِجُ الْمَيِّتَ مِنَ الْحَيِّ وَمَنْ يُدَبِّرُ الْأَمْرَ فَسَيَقُولُونَ اللَّهُ فَقُلْ أَفَلَا تَتَّقُونَ
‘তুমি বলো, কে তোমাদেরকে আসমান ও যমিন হতে রিযিক পৌঁছিয়ে থাকেন? অথবা কে কর্ণ ও চক্ষুসমূহের উপর পূর্ণ অধিকার রাখেন? আর কে জীবন্তকে প্রাণহীন হতে বের করেন, আর প্রাণহীনকে জীবন্ত হতে বের করেন? আর কে সমস্ত কাজ পরিচালনা করেন? অবশ্যেই তারা বলবে যে আল্লাহ; অতএব, তুমি বল! তবে কেন তোমরা ভয় করা না?’ (সূরা ইইনুস : 31)
তা সত্ত্বেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলিইহি ওয়াসাল্লাম তাদের সাথে যুদ্ধ করেছেন। তাদের রক্ত ও সম্পদকে হালাল মনে করেছেন। কারণ তারা তাদের সকল ইবাদত কেবল আল্লাহ তাআলার জন্যেই করত না |
Reviews
There are no reviews yet.